Rose Good Luck এই পথ যদি না শেষ হয় Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৫৫:৫৮ দুপুর

মেয়েটি ছেলেটির পিছু পিছু রুমটাতে ঢুকে গেল।

আশপাশের ভাড়াটিয়াদের উৎসুক চোখ ও লালসা ভরা মুখভঙ্গিকে থোরাই পরোয়া করে ছেলেটি। রুমে ঢুকে আলতো করে ভদ্র ভাবে দরোজাটা ভেজিয়ে দিল ছেলেটি। ছিটকিনিটা লাগানো হল না, আড়চোখে দেখে নিল মেয়েটি।

আজ ওরা অভিসারে এসেছে।

কয়েক বছরের প্রেম আজ বুঝি পুর্ণতা পেতে যাচ্ছে!

চারিদিকে চোখ মেলে তাকিয়ে দেখে মেয়েটি। একি! এ কোথায় এলো সে? ব্যাচেলর রুমটি হঠাত করে এমন হয়ে গেল কিভাবে? সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে একটা খোলা দরোজা দেখা যাচ্ছে। সেখান থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির ও বাতাসের শব্দের সাথে আটপৌরে নির্জন দুপুরের ঘ্রান। মনটা ওর ভাল হয়ে গেল- ভীষণ ভাল। ঘাড় বেকিয়ে ছেলেটির পানে একবার চাইল। সে তখন মেয়েটির থেকে ভদ্র গোছের দুরত্ত বজায় রেখে একটা পা দেয়ালে ঠেক দিয়ে দাঁড়ানো। মেয়েটির একটা ভ্রু প্রসারিত হতেই টিকটিকি মানব টার অবস্থান থেকে নেমে এসে মেয়েটির একটা হাত ধরল। একটু কেপে উঠে মেয়েটি ও পরম মমতায় নির্ভরতার সাথে হাতে হাত রাখল। দুজনে সেই পথ ধরে সামনের দিকে আগাতে থাকে। একটা ঝলমলে বিকেলে তারা একটা শান বাধানো পুকুর ঘাটে এসে একটু থামে। ছেলেটি মেয়েটির চোখে চোখ রাখে। পুর্ণ দৃস্টিতে চার চোখের তারায় তারায় কথা হয়ে যায়। মেয়েটির সম্মতি লক্ষ্য করে ছেলেটি ঢোক গিলে।

তবে হাত ধরা অবস্থায়ই সে মেয়েটিকে একটু দূরে সরিয়ে দেয়। অপ্রত্যাশিত এই দূরত্ব মেয়েটির মনে চিন্তার উদ্রেক করে। সে আরো একটু কাছে আসার জন্য মুখিয়ে থাকে। কিন্তু মেয়ে বলেই সহজে জড়তা কাটানো ওর পক্ষে সম্ভব হয় না।

ছেলেটি সব কিছু লক্ষ্য করে। এবার সে মেয়েটির পা থেকে জুতো জোড়া খুলে নাঙ্গা পা দু’টি সিড়ির প্রথম ধাপে পানিতে ডুবিয়ে দেয়। নগ্ন পা দেখে তার শরীরের উপর থেকে নিচের দিকে তপ্ত শোণিত দ্রুত থেকে দ্রুততর হতে থাকে। মেয়েটির চোখের ভিতরে তারায় আগুন জলে উঠে। মাথার উপরে সাদা মেঘ বালিকারা নীলাকাশে অলস সময় পরিভ্রমনে ব্যস্ত। তবে এরি ভিতর দিয়ে নিচের এই বিষন্ন বালিকার মাথার চুলকে এলোমেলো করে দিতে বালিকাদের ভুল হয় না। তাতে যদি ওর মন ভাল হয়! ছেলেটি মেয়েটির শরীর থেকে বুনো ফুলের ঘ্রাণ পায়। একটি বুনো ফুলের অঘ্রাতা যৌবনকে ওর মুহুর্তেই ছিড়ে ফেলতে ইচ্ছে হয়। কিন্তু মেয়েটির দিকে তাকিয়ে সে শান্ত হয়ে আসে। ওর কপালে ঘামে ভেজা ক’গাছি চুল লেকতে আছে... ঠোটের উপর মুক্তো বিন্দুর মত চিকচিক করছে ঘামে ভেজা ত্বক। দু’ঠোট হাল্কা ফাক হয়ে আছে অস্ফুটে কিছু বলার অপেক্ষায়। এত কিছু ছেলেটিকে সহজেই প্রলুব্ধ করার মত পরিবেশ-পরিস্থিতির সৃস্টি করে দিলেও সে মেয়েটির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়।

ওর দেহ-মনের সকল বাসনাকে এক পলকে ফ্রীজ করে দেয় একটি অনুভুতি।

ভালবাসি!

ভালোবাসার অভিসার তো গোপনে হয় না।

একবুক ভালবাসা নিয়ে ছেলেটি মেয়েটিকে কাছে টেনে নেয়!

ওরা দুজনে হাত ধরাধরি করে রুম থেকে বের হয়ে আসে- সকলের সামনে দিয়ে হেতে হেটে চলে যায়... ওদের তো এখন আর গোপন করার কিছু নেই। হাটতে হাটতে ওরা দুজনে কোনো এক যায়গায় ক্লান্ত হয়ে একটু জিরাবে। তখন কথা হবে...

তারপর আবার পথচলার শুরু!

বিষয়: সাহিত্য

১০১৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303800
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সত্যিকারে ভালোবাসায় গোপন বলে কিছু নেই। অসীম সাহসীকতায় সে ভালোবাসার পথ ধরে চলতে থাকে সামনের পানে.......।
১০ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
245765
মামুন লিখেছেন : সুন্দর অনুভূতি রেখে গেলেন অনেক ধন্যবাদ।Good Luck Good Luck
303803
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
245766
মামুন লিখেছেন : ভালো লাগছে জেনে খুশী হলাম।Good Luck Good Luck
303872
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাইরে আমনে এতো রোমান্টিক কেরে, আমারে একটু রোমান্স ধার দিবাইন?
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৩৬
245801
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
আপনার কাছে কখনো এলে কিছুটা দেয়া যেতে পারে।
শুভেচ্ছা রইলো ভাই।Good Luck Good Luck
303926
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১৯
রাইয়ান লিখেছেন : সুন্দর লাগলো ....
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৭
245825
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File